রবিবার, ২০ মার্চ, ২০১১

একই সাথে লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা ব্যবহার

আপনার xp setup দেওয়া আছে এই অবস্থায় লিনাক্স setup দিলে আপনি দুটো ই ব্যবহার করতে পারবেন। আর যদি আগে লিনাক্স পরে এক্সপি সেট আপ দেন তাহলে আপনার লিনাক্স কাজ করবে না । আমি এভাবে করছি এবং সাকসেস ।

NTLDR is missing.Press any key to restart

এক্সপির সিডি প্রবেশ করিয়ে উইন্ডোজ Setup চালু করতে হবে এবং Windows XP Professional/Home Setup স্ক্রিন আসার পর Recovery Console এর জন্য R চাপুন।
এখন উইন্ডোজ ইনস্টলেশন সিলেক্ট করার জন্য 1 টাইপ করতে হবে এবং
Enter দিতে হবে।
Administrator Password চাইলে  Password লিখে এন্টার দিতে হবে।
Password না থাকলে শুধু Enter দিলেই হবে।
Recovery Console চালু হবে এবং C:\WINDOWS> প্রম্পট দেখতে পাবেন। কমান্ড প্রম্পটে নিচের কমান্ডগুলো দিতে হবে।
copy x:\i386\ntldr c:\
copy x:\i386\ntdetect.com c:\

আশা করি উইন্ডোজ আবার রিস্টার্ট করলেই দেখা যাবে তা সঠিক ভাবে চালু হচ্ছে। ধন্যবাদ।